বাঘাইছড়িতে বিদেশি কম্বল জব্দ!

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৭:৩৭ পিএম
বাঘাইছড়িতে বিদেশি কম্বল জব্দ!

বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাইপথে আসা ভারতীয় কম্বল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২৭ বিজিবি মারিশ্যা জোন।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে মারিশ্যা বিজিবি’র অধীনস্থ উদয়পুর বিওপি কর্তৃক ক্যাপ্টেন মাহি বিন সাইফ এর নেতৃত্বে একটি টহল দল ছয়নালছড়া নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে বহনকৃত ২টি প্লাস্টিকের বস্তা ফেলে গহীন পাহাড়ে ভিতরে পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল পাহাড়ে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২টি বস্তায় ১০টি ভারতীয় কম্বল জব্দ করতে সক্ষম হয়।

মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি করায় মারিশ্যা জোন চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে