সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুরে জিয়া মঞ্চের দোয়া

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৭:৪৩ পিএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুরে জিয়া মঞ্চের দোয়া

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জিয়া মঞ্চ জেলা কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ আছর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ বাসভবনে আশু রোগমুক্তি কামনায় জেলা শাখা জিয়া মঞ্চের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন জিয়া মঞ্চের জেলা শাখার আহবায়ক মো. নওশাদ আলম পাপ্পু, যুগ্ম আহবায়ক মো. কাজী খাজা, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মানিক, মো. হেলাল উদ্দিন, মো. মঈন উদ্দিন, আব্দুর রশিদ বাপ্পি, মো. শেখ ফরিদ, মো. আনিছ, মো. বেলাল, মো. মহসিন আলী, মো. ছমিদ, মো. সোহেল রানা, মো. কাজল, মো. ফিরোজ হোসেন বাবু ,সদস্য সচিব মো. শাহরিয়ার জামান শাহ, সদস্য মো. রতন, মো. আজাদ রহমান, মো. খুরশিদ আলম, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ মতিবুর রহমান বিপ্লব, সহ জিয়া মঞ্চ দিনাজপুর  জেলা শাখার আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিমনগর দক্ষিণ বালুবাড়ী চারতলা জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে