মোরেলগঞ্জে পালিত হয়েছে উপকূল বন্ধু দিবস

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৮:৩৫ পিএম
মোরেলগঞ্জে পালিত হয়েছে উপকূল বন্ধু দিবস

বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে উপকূল বন্ধু দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে পানগুছি নদীর তীরে বারইখালী এলাকায় নারী সমাবেশ ও র‌্যালি করেছে বেসরকারি সংস্থা সুশীলন এর স্বপ্ন প্রকল্পের কর্মীরা।  

সমাবেশে সংস্থাটির নির্বাহী প্রধান উপকূল বন্ধু মোস্তফা নুরুজ্জামানকে ভার্চুয়ালি সংবর্ধনা দেওয়া হয়। সমাবেশে বক্তৃতা করেন সংস্থাটির উপজেলা সমন্বয়কারি মো. আবু হাসান, ইউনিয়ন পরিষদ সদস্য আবুল খায়ের ও মাসুমা বেগম। পরে স্বপ্ন প্রকল্পের পরিবারের সদস্যরা নদীর তীরে র‌্যালি করেন।

আপনার জেলার সংবাদ পড়তে