লংগদুতে ট্রাক-বাইসাইকেল সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৩১ পিএম
লংগদুতে ট্রাক-বাইসাইকেল সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু

রাঙ্গামাটির লংগদুতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাসুম আল হাছান (১৪) নামে এক কিশোরের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। তবে ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম ঐ এলাকার আব্দুল হান্নানের ছেলে এবং লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুম বাইসাইকেলটি রাস্তার পাশ দিয়ে চালিয়ে যাচ্ছিলো। ট্রাকটি তাকে অতিক্রম করার সময় মাসুম পড়ে গিয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মাসুমের বাবা হান্নান জানান, আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে এসে দেখি ছেলে মারা গেছে।

লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, বাইসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে