বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল তিনটায় জনসমাবেশের আয়োজন করা হয়েছে।
গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে জনসমাবেশের আয়োজন করা হয়েছে।
জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন-এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত ওয়ান ইলেভেন থেকে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মাঠে সরব থাকায় পতিত সরকারের সময়ে একাধিকবার হামলা, মামলা ও কারাভোগ করা ক্লিন ইমেজের নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে জনসমাবেশে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন।