বরিশাল সদর উপজেলায় ইউএনও হিসেবে নিয়োগ পেয়েছেন মানজুরা মুশাররফ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৩২ পিএম
বরিশাল সদর উপজেলায় ইউএনও হিসেবে নিয়োগ পেয়েছেন মানজুরা মুশাররফ

বিভাগীয় শহর বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত মানজুরা মুশাররফ।

এর আগে তিনি (মানজুরা মুশাররফ) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভূ‑স্বত্ত্বা প্রশাসন, জনসেবা এবং স্থানীয় প্রশাসনিক কার্যক্রমে তার দক্ষতা ও সততা স্বীকৃত।

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে বরিশাল সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মানজুরা মুশাররফ-কে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের ফলে তিনি বিভাগীয় শহর বরিশাল সদর উপজেলার দ্বিতীয় নারী ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ পাচ্ছেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মানজুরা মুশাররফকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

নতুন এই নিয়োগের মাধ্যমে স্থানীয় প্রশাসনে নারী নেতৃত্বের অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে অন্যান্য নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে মনে করছেন সচেতন মহল।