সুজানগরে ৪টি গরু চুরি

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৪১ পিএম | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৪০ পিএম
সুজানগরে ৪টি গরু চুরি

পাবনার সুজানগরে গরু চোরের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক মাসের ব্যবধানে উপজেলার শ্যামনগর, তাঁতীবন্দ, চরসুজানগর, চরমানিকদীর এবং নিয়োগীরবনগ্রামসহ বিভিন্ন গ্রাম থেকে অন্তত ২০টি গরু চুরি হয়েছে। সর্ব শেষ শুক্রবার রাতে উপজেলার চরবিশ্বনাথপুর গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেন শেখের ৪টি গরু চুরি হয়ে গেছে।  

জানা যায়, উপজেলা সদরে একটি সঙ্গবদ্ধ গরু চোর দল রয়েছে। ওই সব চোর সুযোগ বুঝে কখনও দিনে আবার কখনও রাতে বাড়ির গোয়াল ঘর এবং মাঠ থেকে গরু চুরি করে নিয়ে সটকে পড়ছে। ভুক্তভোগীরা জানান, গরু চোরের ভয়ে তারা বাড়ির গোয়াল ঘরে তালা দিয়েও গরু রাখার সাহস পাচ্ছেনা। সঙ্গবদ্ধ চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু চুরি করে নিয়ে যাচ্ছে। সর্বশেষ শুক্রবার রাতে উপজেলার চরবিশ্বনাথপুর গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেন শেখের ৪টি গরু চুরি হয়েছে। ভুক্তভোগী মোয়াজ্জেম শেখ জানান, ওইদিন রাতে কোন এক সময় সঙ্গবদ্ধ চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙ্গে তার গরু ৪টি চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া গরুর মূল্য আনুমানিক ৫লক্ষ টাকা।  এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান বলেন চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশ অভিযান পরিচালনা করছে। আশা করি গরুসহ চোর গ্রেফতার হবে।

আপনার জেলার সংবাদ পড়তে