বিএনপি’র চেয়াপসনের উপদেষ্টা ও বরিশাল ১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনিত ধানের শীষে প্রার্থী জহির উরদ্দিন স্বপন তার প্রর্থম নির্বাচনি জনসভা বলেন, বিএনপির নেতাকর্মী ও সমর্থ আপনারা ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষকে বিজয়ী করতে ঘরে ঘরে ভোট চাইবেন। আমরা যদি নির্বাচিত হতে পারি আর সরকার গঠন করতে পারি, তাহলে টেন্ডার বাজি ও হুন্ডা বাহিনী থাকবেনা। দেশের মানুষ সান্তিতে থাকবে। আপনার প্রতি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইবেন আর খোঁজ নিবেন হিন্দু ভাই কেমন আছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজিহার ইউনিয়ন বিএনপি উদ্যোগে রাজিহার ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির আহবায় খোন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শ্যামল ঘটক।
এসময় জহির উরদ্দিন স্বপন আরো বলেন, ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হাব। সেই নির্বাচন নিয়ে অনেক ষড়যস্ত্র শুরু হয়েছিলো। প্রধান উপদেষ্টা জাতীয় সংঙ্গে গিয়ে পৃথিবী বাসীকে জানিয়ে এসছে ফেব্রুয়ারী মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেসে ভাষন দিয়ে বলেছেন নির্বাচন কোন ষড়যস্ত্র প্রতি হত তরতে পারেবে না।
নির্বাচনি জনসভা বক্তব্য রাখেন, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন মিয়া, আগৈলঝড়া বিএনপির ভারপ্রাপ্ত আহবায় শিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহবায় শাহ মোহাম্মাদ বখতিয়ার, উপজেলা পুজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক দীনেশ হালদার, উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায় আবুবকর ছিদ্দিক প্রমূখ।