আজ সরাইলে মিতালী’র ওয়াজ মাহফিল

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৭ পিএম
আজ সরাইলে মিতালী’র ওয়াজ মাহফিল

আজ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দেওড়া মিতালী সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত দোয়া ও ওয়াজ মাহফিল। বাদ আছর মিতালী’র কার্যালয়ের পশ্চিম দক্ষিণ পাশে পাঠানবাড়ির খালি ময়দানে অনুষ্ঠিত হবে এই মাহফিল। সভাপতিত্ব করবেন বিজ্ঞ শালিসকারক সমাজসেবক ও প্রবীণ ব্যক্তি মো. আকরাম খান। বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও বর্তমান সময়ে সাড়া জাগানো বক্তা শায়েখ হযরত মাওলানা মো. আজিজুল ইসলাম জালালী, শায়খুল হাদিস হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আল হুদা, হযরত মাওলানা আবু আক্কাস হায়দার ও হযরত মাওলানা শেখ মো. আমান উল্লাহ। এ ছাড়া আরো অনেক ওলামায়ে ক্বেরাম উক্ত মাহফিলে অংশ গ্রহণ করার কথা রয়েছে। মিতালী’র সভাপতি মোহাম্মদ মাহবুব খান বলেন, ১৯৭৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী এই সংগঠনটি দীর্ঘ ৪৭ বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেবামূলক কাজ করে আসছে। পদার্পণ করেছে ৪৮তম বছরে। এরই ধারাবাহিকতায় সংগঠনের উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদসহ সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টার ফসল এই ওয়াজ মাহফিল। মাহফিলে মিতালী ও দেওড়া গ্রামের সকল প্রয়াত সকল মুসলমান নারী পুরূষের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানদের উক্ত মাহফিলে অংশ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। 

আপনার জেলার সংবাদ পড়তে