খাগড়াছড়িতে খেলাধুলার উন্নয়ন ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।
২৮ নভেম্বর শুক্রবার সকালে জোন সদর মাঠে আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল খাদেমুল ইসলাম জেলার অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলকে এ ক্রীড়া সামগ্রী উপহার দেন।
অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, “সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাহাড়ের তরুণরা যাতে মাদক ও অসামাজিক কর্মকান্ড থেকে দূরে থেকে ক্রীড়ার মাধ্যমে নিজেদের এগিয়ে নিতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই ছোট প্রয়াস।”
খেলোয়াড়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই সহায়তা তাদের খেলাধুলায় আরও অনুপ্রাণিত করবে ও আগামীর পথ সুগম করবে।
এসময় খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, জেলা পরিষদ সদস্য মাহবুব আলম, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, বিসিবির কাউন্সিলর আনিসুল হক অনিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।