বহবলদিঘী বাজার জামে মসজিদ এর শুভ উদ্বোধন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৩:৫০ পিএম
বহবলদিঘী বাজার জামে মসজিদ এর শুভ উদ্বোধন

‎দিনাজপুরের বিরলে বহবলদিঘী বাজার জামে মসজিদের  শুভ উদ্বোধন করা হয়েছে। ‎শুক্রবার  (২৮ নভেম্বর) জুমার নামাজের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন মসজিদ কর্তৃপক্ষ। 

‎উপজেলা প্রশাসন, প্রকৌশলী, উপজেলা বিএনপি'র সভাপতি বাবুল হোসেন এর সহযোগিতা নিয়ে মসজিদ নির্মান কাজ শুরু করলেও পরে স্থানীয় ও সামাজিক ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় একতলা মসজিদ নির্মাণ কাজ শেষ করা হয়েছে। জুমার নামাজের মাধ্যমে মসজিদটি সকল মুসল্লীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি'র সভাপতি বাবুল হোসেন, অত্র মসজিদ কমিটির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আকবর আলী'সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিগণ।

আপনার জেলার সংবাদ পড়তে