১০ম গ্রেডের দাবিতে

চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের লিফলেট বিতরণ

এফএনএস (ফয়সাল মাহমুদ; চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৩:৫২ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের (দ্বিতীয় শ্রেণী) দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার ও শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ ক্লিনিক ও ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়া হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে স্বাস্থ্য সেবায় নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ। রোগ নির্ণয় ও ঔষুধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রমে তারা সম্পৃক্ত। স্বাস্থসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নানাবিধ সমস্যায় জর্জরিত এ পেশায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বরং অবহেলিত রয়েছে বছরের পর বছর।

ডিপ্লোমা কোর্সধারীরা এরইমধ্যে ১১তম  থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

স্মারকলিপিতে অবিলম্বে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানানো হয়।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের মূখ্য সংগঠক গোলাম ফারুক বলেন, বুধবার স্মারকলিপি দেয়ার কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও ৩০ নভেম্বর ২ ঘণ্টা ও ৩ ডিসেম্বর অর্ধ দিবস কর্মবিরতির কর্মসূচি রয়েছে। এরপরও দাবি আদায় না হলে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের মূখ্য সংগঠক গোলাম ফারুক, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মো. রেজাউল করিম, মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আল মামুন, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, রণভেরী টিমের উপদেষ্টা জাহাঙ্গীর আলম

আপনার জেলার সংবাদ পড়তে