শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে পাখি না মারার শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন দুই শিকারি। এরা হলেন, মৎস্য চাষি ছামিউল ইসলাম (৩৬) এবং তার প্রতাবেশী চাচা আব্দুর রহমান (৬৫)। তারা মীরগঞ্জ উত্তর পাড়া মহল্লার বাসিন্দা। তাদের বিরুদ্ধে নির্বিচারে পাখি শিকার ও হত্যা করার অভিযোগ প্রমাণিত হওয়ায মুচলেকায় ছাড়া পান তারা। বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার মীরগঞ্জ উত্তর পাড়ার এক মৎস্য খামারে এই ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, শেরপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি। এ সময় পাখি শিকারের জন্য একটি অবৈধ ফাঁদ, একটি মৃত বক এবং একটি মৃত মাছরাঙ্গা পাখা উদ্ধার করা হয়। পরে মৃত পাখি দুটিকে মাটি চাপা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌরসভাধীন মীরগঞ্জ উত্তর পাড়া মহল্লার একটি মৎস্য খামারে দীর্ঘদিন ধরে নির্বিচারে পাখি হত্যা এবং শিকার করার খবরে সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি জানান, শীতের শুরুতে ঝাঁকে ঝাঁকে আসছে নানা প্রজাতির পরিযায়ী পাখি। এসব অতিথি পাখি ছাড়াও বিভিন্ন প্রজাতির আবাসিক পাখি নির্বিচারে শিকার করা হচ্ছে। অভিযুক্ত দুইজনকে পাখি না মারার শর্তে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।