সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনায় নড়াইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজ বাদ নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক নবির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জর্জ বলেন, আলেম-ওলামা, মুসল্লিসহ দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ বিএনপির চেয়ারপারসনকে দ্রুত সুস্থতা দান করুন।