খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়া'র সমর্থনে চাকমা সম্প্রদায়ের সমাবেশ

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:০১ পিএম
খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়া'র সমর্থনে চাকমা সম্প্রদায়ের সমাবেশ

খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষে প্রতীকের সমর্থনে চাকমা সম্প্রদায়ের সমাবেশ অনুষ্ঠিত। ২৮ নভেম্বর  শুক্রবার  খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সাবেক সংসদ ও জেলা বিএনপির সভাপতি বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদূদ ভুইয়া।

এসময় তিনি বলেন, বিএনপি দলটি জিয়াউর রহমানের সৃষ্টি। তিনি সবসময় দেশের মানুষের কথা ভাবতেন। আমরাও জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে কাজ করতে চাই। পাহাড়ের মানুষের জন্য কাজ করতে চাই। বিএনপি ক্ষমতায় আসলে প্রথমে পাহাড়ে ভাইয়ে ভাইয়ে হানাহানি বন্ধ করবে। অস্ত্রের ঝনঝনানি করবে। অস্থিতিশীল পাহাড়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। তাই আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি এবং আসন্ন সাংসদ নির্বাচনে পাহাড়ের উন্নয়নে কাজ করার জন্য ধানের শীষে ভোট চেয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, সহ সভাপতি দেবরাণী চাকমা, যুগ্ম সম্পাদন এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খাগড়াছড়ির এডভোকেট রিপল চাকমা সহ স্থানীয় চাকমা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে খাগড়াছড়ি জেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে