কালীগঞ্জে পৌর বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:১১ পিএম
কালীগঞ্জে পৌর বিএনপির নির্বাচনী  উঠান বৈঠক অনুষ্ঠিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড ধরবাড়ি সংলগ্ন এলাকায় ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দড়িসোম, মুনশুরপুর ও টেকপাড়া এলাকার বিপুল সংখ্যক নারী ভোটারদের নিয়ে গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আসাদুল্লাহ আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান। কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাবেক ভিপি নায়েবুর রহমান মাসুদ, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন লিটন ও রুহুল আমিন মোল্লা, কালীগঞ্জ পৌর মহিলা দলের সভাপতি শাহানাজ আক্তার চামেলী প্রমূখ। এই সময় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা আজাদ নুরুউদ্দিন বাবুল, মাসুদুর রহমান পান্নু, মাহবুবুর রহমান সুরুজ, মইনুল ইসলাম, মুজিবুর রহমান, আব্দুর রশিদ মোক্তার, জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য মহসিন আহমেদ, পৌর বিএনপি নেতা মো. আবদুর রহমান, পৌর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক কাজল মীর, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম সফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পাপ্পু মীরসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে