রাজশাহী নগরীর প্রতি শুক্রবার খাবার বিতরণ করেন রাকিবুল হোসেন রাজীব

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:১১ পিএম
রাজশাহী নগরীর প্রতি শুক্রবার খাবার বিতরণ করেন রাকিবুল হোসেন রাজীব
রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকায় দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মুখে একবেলা খাবারের হাসি ফোটাতে ১০ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মো: রাকিবুল হোসেন রাজীব। প্রতি শুক্রবার তিনি খাবার বিতরণ করেন। শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজের পর নিরিবিলি বিরিয়ানি হাউজে তার উদ্যোগে প্রায় ৪০০ জন মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার—জুম্মার নামাজ শেষে তার উপস্থিতিতেই শুরু হয় খাবার বিতরণ কার্যক্রম।মানবতার এই দৃষ্টান্ত রাখায় স্থানীয়দের কাছে তিনি পরিচিত “মানবতার ফেরিওয়ালা রাজীব” নামে। রাকিবুল হোসেন রাজীব বলেন :সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিন ব্যবসা করি। ব্যবসা থেকে যে লাভ আসে তার একটি অংশ আমি গরিব দুঃখী মানুষের জন্য রেখে দেই। মানুষের মুখে হাসি দেখতে আমার ভালো লাগে। সমাজের যে স্থানে থাকি না কেন, অসহায় মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব।তিনি আরও বলেন : যদি আমার ছোট এই উদ্যোগে কেউ একবেলা পরিপূর্ণভাবে খেতে পারে—এটাই আমার বড় সাফল্য।এসময় উপস্থিত ছিলেন মো: সাগর হোসেন। তিনি বলেন,আমার মামা রাজীব হোসেন সাধারণ মানুষের কথা চিন্তা করে অসাধারণ একটি সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সকলে একসাথে তাকে সহযোগিতা করি। সমাজে এমন মানুষ থাকলে মানবতা বেঁচে থাকবে। রান্নার দায়িত্বে থাকা মো: রুবেল জানান, প্রতি শুক্রবার গরিব দুঃখী মানুষের জন্য রান্না করতে পারাটাই আমার সবচেয়ে বড় আনন্দ। খাবার নিতে আসা মানুষের সন্তুষ্ট মুখ দেখলে মনে হয় আমার পরিশ্রম সার্থক হয়েছে। এই সেবার অংশ হতে পেরে আমি গর্বিত। মানবতার এই উদ্যোগকে স্থানীয়রা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তাদের বিশ্বাস—এমন দৃষ্টান্ত আরও মানুষকে অনুপ্রাণিত করবে সমাজে মানবতার হাত বাড়িয়ে দিতে।
আপনার জেলার সংবাদ পড়তে