কয়রায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:৩৫ পিএম
কয়রায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

খুলনার কযরায় উৎসব মূখর পরিবেশে ৪ দলীয় লক্ষ টাকার  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভোম্বর)  বিকাল ৩ টায় স্থানীয় খেলাপ্রেমীদের উপচে পড়া ভিড়ের মধ্যে কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে  উপজেলা কাঁকড়া সমবায় সমিতির আয়োজনে ও এফসি কয়রার সার্বিক তত্বাবধায়নে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  খেলার  উদ্ধোধন করেন খুলনা - ৬ (কয়রা-পাইকগাছা)  বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী। 

খেলায় কয়রা বাজার  মিনিষ্টার শো রুম ও  কপিলমুনি ফুটবল একাদশের মধ্যকর ম্যাচে টাইব্রেকারের মাধ্যমে  ৫-৩ গোলে কপিলমুনি ফুটবল একাদশ  চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

কয়রা উপজেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আহাদুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মোঃ আসাদুল ইসলামের পরিচালনায়  খেলায় বিশেষ অতিথি ছিলেন  কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সমস্য এম এ হাসান,মনিরুজ্জামান বেল্টু, আবু সাইদ বিশ্বাস ও,উপজেলা যুব দলের সদস্য সচিব মোতাসিম বিল্ল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক  ইসানুর রহমান ইসান, আবুল কালাম আজাদ কাজল, হাফিজুর রহমান,আনারুল ইসলাম ডাবলু, সেচ্ছাসেবক দল নেতা ডি এম হেলাল উদ্দীন জাসাসের সভাপতি জামাল ফারুখ জাফরিন, সাধারণ সম্পাদক ডাঃ আমিনুর রহমান,শ্রমিক দলের  আজিজুর রহমান আজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্ল্যাহ সবুজ,সদস্য সচিব মাহমুদ হাসান, কলেজ ছাত্রদলের সভাপতি মামুন হোসেন, কাঁকড়া সমবায় সমিতির সদস্য ব্যবসায়ী মোজাফ্ফর হোসেন, সুব্রত বৈদ্য, ইব্রাহিম হোসেন, মিজানুর রহমান মিলন,দীলিপ কুমার, দেবদাস মিস্ত্রী,জালাল হোসেন, জিয়াউর রহমান,সঞ্চয় মিস্ত্রী,আলমগীর হোসেন,সিরাজুল ইসলাম লিটন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে