মো. আনোয়ার সাদাত

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব থেকে সজাগ থাকাতে হবে

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:৩৯ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব থেকে সজাগ থাকাতে হবে

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় পরিদর্শনে আসেন  নবাগত খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত । উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টার দিকে উপজেলা অডিটরিয়াম হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক (টু আই সি) মেজর আকিব মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে মানুষের জন্য কাজ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে সর্তক থাকতে হবে। তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন ইতোমধ্যেই কাজ করছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও পর্যটনের উন্নয়নে যে অভিযোগ ও পরামর্শ এসেছে, তা সমন্বিতভাবে পর্যালোচনা করে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হবে।”

মতবিনিময় সভায় উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও পর্যটন খাতের বিদ্যমান সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বক্তারা জনসেবা নিশ্চিতে সরকারি দপ্তরগুলোর জবাবদিহিতা, সেবার মানোন্নয়ন এবং পর্যটন অবকাঠামো উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়ার আহবান জানান।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, প্রধান শিক্ষক, হেডম্যান-কার্বারী, সাংবাদিক, সুশীল সমাজ ও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে