পাবনার সাঁথিয়ায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাঁথিয়া উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে শুক্রবার(২৮নভেম্বর)বিকেলে সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাঁথিয়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ৬৮পাবনা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামসুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বারী সান্টু,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আলী,ফজুলল হক,হারুন অর রশিদ মজনু ও সাঁথিয়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শামসুজ্জামান নান্নু প্রমুখ।মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হাফেজ ইসতিয়াক আহম্মেদ মিন্টু।