ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে রয়েছে..

এফএনএস অনলাইন:
| আপডেট: ২৯ নভেম্বর, ২০২৫, ০৯:০১ এএম | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ০৮:৫৯ এএম
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে রয়েছে..

রাজধানী ঢাকার দূষিত বায়ুর মান ক্রমান্বয়ে বাড়ছে। এতে নাগরিক স্বাস্থ্যে ঝুঁকিতে পড়েছে। সবশেষ আজকের তথ্য উঠে এসেছে, ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আইকিউএয়ার সূচকে বলা হয়েছে, বায়ুদূষণে বিশ্বের ১২৫টি শহরের তালিকায় শীর্ষ ২ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির বাতাসের মানের স্কোর ২৬৪, যা নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এদিকে তালিকায় ৪৮৬ স্কোর নিয়ে মিশরের কায়রো শহর প্রথম স্থানে রয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এমন তথ্য জানিয়েছেন।

এ সময় সূচকে সবার ওপরে রয়েছে মিশরের কায়রো। শহরটির বাতাসের মানের স্কোর ৪৮৬। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ২৫৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ তিন নম্বরে রয়েছে ভারতের দিল্লি শহর। দেশটির আরেকটি শহর কলকাতা ২২ স্কোর নিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছে।

শীর্ষ ৪ নম্বরে রয়েছে উজবেকিস্তানের শহর তাশখন্দ, স্কোর ২৫২। ১৯৯ স্কোর নিয়ে ছয় নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর। দেশটির আরেকটি শহর করাচি ১৭৫ স্কোর নিয়ে রয়েছে নবম তালিকায়। এই মানের বাতাসও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়া চীনের চেংডু ও ভিয়েতনামের হেনোই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। শহর দুটির স্কোর ১৮১ ও ১৮০।

এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। 

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আপনার জেলার সংবাদ পড়তে