দৌলতপুরে বেগম জিয়ার রোগ মুক্তির লক্ষ্যে বাদ জুম্মা বিশেষ মোনাজাত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ২৯ নভেম্বর, ২০২৫, ০১:২১ পিএম | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ০১:২১ পিএম
দৌলতপুরে বেগম জিয়ার রোগ মুক্তির লক্ষ্যে বাদ জুম্মা  বিশেষ মোনাজাত

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা বিএনপি'র উদ্যোগে সারাদেশে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দোয়া,বিশেষ মোনাজাত  অনুষ্ঠিত হয়েছে। আপোষহীন নেত্রী বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগ মুক্তির জন্য এই বিশেষ দোয়া করা হয়।

কেন্দ্রীয়ভাবে সারা দেশের মানুষের নিকট শুক্রবার বাদ জুম্মা সকল মসজিদ-মাদ্রাসায় বেগম জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়। 

সেই লক্ষ্যে দৌলতপুর বিএনপির সভাপতি, সাবেক সাংসদ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা দৌলতপুরের সকল মসজিদ মাদ্রাসায় বাদ জুম্মা বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া কামনায় দলীয় নেতৃবৃন্দদের প্রতি আহ্বান  জানান। এ উপলক্ষে 

তারাগুনিয়া গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা মসজিদে তিনি নিজেও উপস্থিত থেকে  নেতাকর্মী ও মুসল্লীদের সঙ্গে নিয়ে বেগম জিয়ার সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনায় শামিল হন। মোনাজাত পরিচালনা করেন তারাগুনিয়া গোরস্থান হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ ফারুক হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে