ধূঁলা দূষণ থেকে রক্ষার দাবীতে সরাইলে গ্রামবাসীর মানববন্ধন

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ০১:৩০ পিএম
ধূঁলা দূষণ থেকে রক্ষার দাবীতে সরাইলে গ্রামবাসীর মানববন্ধন

ধূঁলা দূষণ থেকে রক্ষার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্রাপাড়া গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছেন। গতকাল শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে দেড় শতাধিক লোকের অংশ গ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সমাজকর্মী মো. মেহেদি হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী শেখ মোহাম্মদ শামীম। বিশ্বরোড মোড়ের ব্যবসায়ি ও শিক্ষার্থীরা অংশ গ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-মো. ইসলাম উদ্দিন, সাংবাদিক মো. আলমগীর মিয়া ও আতিকুর রহমান প্রমূখ। বক্তারা বলেন, চলমান সড়ক নির্মাণ কাজের ফলে সড়কে ধূঁলার রাজত্ব চলছে। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান একাধারে ৫ দিন বা এক সপ্তাহ পানি দেন না। ফলে ধূঁলা ভয়াবহ রূপ ধারণ করে। সড়কে চলাচলকারী যাত্রী, আশপাশের গ্রাম বিশেষ করে কুট্রাপাড়া গ্রামের বাসিন্ধারা, বিশ্বরোড মোড়ের ব্যবসায়িরা ও আশপাশের বিদ্যালয়ে মাদ্রাসায় যাতায়তকারী শিক্ষার্থীরা চরম দূর্ভোগ পোহাচ্ছে নিয়মিত। ধূঁলার তান্ডবে লোকজনের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। বসত ঘরের টিনের চালে ও ভবনের ভেতরে প্রবেশ করছে ধূঁলা। পরিবেশ প্রতিদিনই দূষিত হচ্ছে। জীবন বাঁচানো যেন কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে লোকজন পরিত্রাণ চাই। তাই বাধ্য হয়ে আজকে সকলে মানববন্ধনে দাঁড়িয়েছেন। মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা ধূঁলা ও পরিবেশ দূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মানুষকে শ্বাস ফেলার সুযোগ দেওয়ার আহবান জানিয়েছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে