ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ২৯ নভেম্বর, ২০২৫, ০১:৩২ পিএম | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ০১:৩২ পিএম
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

ঝিনাইদহে মোটর সাইকেলের ধাক্কায় খদেজা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। ভাতিজির (ভাইয়ের মেয়ে) বিয়ের দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের তামান্না ফ্যামিলি পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত খদেজা বেগম শৈলকুপা উপজেলার বাহাদুরপুর গ্রামের নিয়ামত শেখের স্ত্রী।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশ জানায়, ভাইয়ের মেয়ের বিয়ের দাওয়াত খেতে ঝিনাইদহ পৌরসভা এলাকার চরমুরারিদহ গ্রামে আসেন খদেজা বেগম। দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে তামান্না ফ্যামিলি পার্কের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এসময় একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। তবে মোটর সাইকেলের চালক পালিয়ে গেছে। চালককে শনাক্ত করার কাজ চলছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে