কুমিল্লা সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ী ও কম্বল উদ্ধার

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ০৩:৫৬ পিএম
কুমিল্লা সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ী ও কম্বল উদ্ধার

কুমিল্লা সীমান্ত এলাকা অভিযান চালিয়ে ৪১ লাখ ১৯ হাজার টাকার অবৈধ ভারতীয় শাড়ি, কম্বলসহ বিভিন্ন ধরনের পোশাক ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন  কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক মীর আলী এজাজ।

বিজিবি সূত্রে জানায়, চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার  ভোর পর্যন্ত জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্ট ও গোলাবাড়ী পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্তের নোয়াপাড়া চাঁনপুর ব্রিজ এবং বিষ্ণুপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৪১ লাখ ১৯ হাজার টাকার অবৈধ ভারতীয় শাড়ি, কম্বলসহ বিভিন্ন ধরনের পোশাক ও কসমেটিক্স সামগ্রী জব্দ করে বিজিবি।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক মীর আলী এজাজ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ব্যাটালিয়নের তৎপরতা অব্যাহত রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। তিনি বলেন, জব্দকৃত সামগ্রী বিধি মোতাবেক পরবর্তীতে কাস্টমসে জমা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে