খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ০৫:২৯ পিএম
খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

এক বার্তায় শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এ তথ্য জানান।

রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর কাচে তার সুস্থতা এবং একইসঙ্গে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করি।

এছাড়া রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে তিনি গভীর উদ্বেগও প্রকাশ করেন।

এছাড়া খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে তার জন্য দোয়া কামনা করা হয়। উপদেষ্টাদের অনেকে খালেদা জিয়ার খোঁজ-খবর রাখছেন। খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। রাতেই মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন হয়েছে। বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সূত্র: বাসস

আপনার জেলার সংবাদ পড়তে