সম্মুখসারির কর্মীদের অংশগ্রহণে কালিয়ায় প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক কর্মশালা

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩৭ পিএম
সম্মুখসারির কর্মীদের অংশগ্রহণে কালিয়ায় প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক কর্মশালা

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীতে সম্মুখসারির কর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চোখের স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত চক্ষু পরীক্ষা ও সঠিক দৃষ্টিসেবা গ্রহণের জন্য অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে  শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থানীয় ব্যারিষ্টার হাফিজ হাসপাতালের পিরোলী ভিশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যারিষ্টার হাফিজ ফাউন্ডেশনের তত্বাবধায়ক মোঃ কামাল হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন খুলনার শিরোমনিস্থ বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মীর মিজানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাটাবেজ ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ ইব্রাহিম মোহাম্মদ শামরান, ইনকুলুশন অফিসার আলীনুর রেজা, পিরোলী ভিশন সেন্টারে নিয়োজিত ডাঃ পপি আক্তার ও ডাঃ আফরোজা খানম। অনুষ্ঠিত কর্মশালায় কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ ও সহ-সভাপতি মোঃ মাসুমার রহমান মাসুমসহ স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম, গ্রাম্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার সম্মুখসারির ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে