বিশিষ্ট ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপকে শ্রদ্ধায় স্মরণ

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) :
| আপডেট: ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩৯ পিএম | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩৯ পিএম
বিশিষ্ট ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপকে শ্রদ্ধায় স্মরণ

নাগরিক শোকসভায় রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপকে শ্রদ্ধায় স্মরণ করে তাঁর অবদানের কথা তুলে ধরেছেন বক্তারা। বক্তারা বলেন, আমিনুল ইসলাম গোলাপ গাইবান্ধার একজন অনন্য ব্যক্তিত্ব ছিলেন। 

আমিনুল ইসলাম গোলাপ স্মরণে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার নাগরিক শোকসভার আয়োজন করা হয়। নাগরিক শোকসভা আয়োজন কমিটির আহ্বায়ক সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মিহির ঘোষ। শোকসভার শুরুতে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রয়াত আমিনুল ইসলাম গোলাপের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। 

শোকসভায় স্মৃতিচারণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস, পরিবেশ আন্দোলনের আহবায়ক ওয়াজিউর রহমান রাফেল, শ্রমিক নেতা মমতাজুর রহমান বাবু, প্রগতি লেখক সংঘের সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফরোজা বেগম লুপু, অমিতাভ দাশ হিমুন, সাবেক পৌর মেয়র শামসুল আলম, আহসানুল হাবীব সাঈদ, মোস্তাফিজুর রহমান মুকুল, জিয়াউল হক জনি, মনজুর আলম মিঠু, মৃণালকান্তি বর্মণ, অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, রেজাউল করিম রেজা, আব্দুল মতিন মোল্লা প্রমুখ। 

প্রয়াত আমিনুল ইসলাম গোলাপের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন শিরিন আকতার। শোক সংগীত পরিবেশন করেন সোমা সেন ও নিবেদিত কবিতা পাঠ করেন গৌতমাশীষ গুহ সরকার। 

এর আগে আমিনুল ইসলাম গোলাপের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি, বাসদ (মার্কসবাদী), ওয়ার্কার্স পার্টি, জাসদ, প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা প্রেসক্লাব, উদীচী, জনতা লীগ, কৃষক শ্রমিক জনতা লীগ, বাসদ, কর্মজীবী নারী, বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা, নারী মঞ্চ সাহিত্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। শোকসভায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে