আত্রাইয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগে মামলা দায়ের

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:৪০ পিএম
আত্রাইয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগে মামলা দায়ের

নওগাঁর আত্রাইয়ে বাড়ীতে মানুষের মল ছিটানোকে কেন্দ্র করে আহম্মদ প্রামানিক (৬৫) নামে এক বৃদ্ধকে মারপিটে হত্যার অভিযোগ ওঠেছে। শুক্রবার রাতে এঘটনার পর শনিবার ৮জনকে আসামী করে থানায় এই মামলা দায়ের করা হয়। পুলিশ শনিবার ভোরে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়পুর গ্রামে। বৃদ্ধ আহম্মদ ওই গ্রামের নমির উদ্দীনের ছেলে।

বৃদ্ধ আহম্মদের স্ত্রী সহিদা বিবি জানান, প্রতিবেশি মৃত অছিম উদ্দীনের ছেলে আব্দুল মান্নান ও শহিদুলের খড়ের পালা থেকে খর চুরির অপবাদ দিয়ে গত সোমবার রাতে ছেলে মোস্তফার স্ত্রী জোবেদা বিবিকে মারধর করে। এঘটনার পর শুক্রবার রাতে কে বা কাহারা শহিদুলের বাড়ীতে মানুষের মল ছিটিয়ে দেয়। পরে রাত অনুমান সাড়ে ৮টা নাগাদ শহিদুল,মান্নান এবং মান্নানের ছেলে রাজু-সাজু স্বামী আহম্মদকে বাড়ী থেকে টেনে হিচরে মারপিট করতে করতে বাহিরে নিয়ে যায়। এসময় চারে দিক থেকে লোকজন জরো হয়। পরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কা দিয়ে স্বামী আহম্মদকে খলিয়ান থেকে খাদের নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

আহম্মদের ছেলে মোস্তফার স্ত্রী জোবেদা বিবি বলেন,শহিদুল এবং মান্নানের লোকজন খর চুরির মিথ্যে অপবাদ দিয়ে আমাকে বেদম মারপিট করেছে। গ্রামে মাতাব্বরদের কাছে বিচার দিয়েও কোন বিচার পাইনি। এরই জের ধরে বাড়ীতে মল ছিটানোর আরেকটি মিথ্যা অপবাদ দিয়ে আমার শ্বশুরকে বাড়ী থেকে টেনে হিচরে নিয়ে গিয়ে মারপিট করে হত্যা করেছে। 

বৃদ্ধ আহম্মেদের মেয়ে মিনা খাতুন ও শাহিনা খাতুন বলেন,আমাদের বাবাকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আমরা এঘটনার সুষ্ঠু তদন্তসহ সঠিক বিচার দাবি করছি।

গ্রামের মাতাব্বর আলা হাজ্ব ইয়াকুব আলী,রুস্তম খান এবং সাবেক ইউপি মেম্বার বেলাল হোসেন বলেন,খর চুরির বিষয়ে মারপিটের ঘটনায় আমরা সুষ্ঠু বিচার করতে চেয়েছিলাম। কিন্তু জোবেদার স্বামী মোস্তফা বাড়ীতে না থাকায় বিচার হয়নি। 

এব্যাপারে মান্নানের স্ত্রী মুঞ্জুয়ারা বলেন, বৃদ্ধ আহম্মদ দীর্ঘ দিন থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন। তাকে মারপিট করা হয়নি দাবি করে বলেন,রাতে তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজে থেকেই খাদের নিচে পরে গেছেন এবং ঘটনাস্থলেই মারা গেছে। তারা অন্যায়ভাবে হত্যার অভিযোগ করেছে। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান বলেন,খরব পেয়ে ভোরে বৃদ্ধ আহম্মদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় বৃদ্ধ আহম্মদের ছেলে মজনু প্রামানিক বাদী হয়ে শহিদুল ইসলামকে প্রধান আসামী করে ৮জনের নামে শনিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মামলাটি আরো সুষ্ঠু তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে