বরিশালের আগৈলঝাড়ায় সিকদার ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে চিকিৎসক মাসুদ পারভেজসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে মামলা হিসেবে গ্রহণ করা হবে।
এর আগে আত্মহননকারী এক সন্তানের জননী সুমি আক্তারের বাবা মো. জামাল মীর বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ডা. মাসুদ পারভেজসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মাসুদ পারভেজ। তিনি হাসপাতালের পাশে সিকদার ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের আল্ট্রাসনোগ্রাম করাতে যেতেন।
তখন সিকদার ডায়াগনস্টিক সেন্টারের কর্মী এক সন্তানের জননী সুমি আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই চিকিৎসকের। যার সূত্র ধরে সুমিকে দিয়ে তার স্বামীকে তালাক দেয়ানো হয়।
তবে ওই চিকিৎসক প্রতারণা করেছে বলে অভিযোগ তুলে গত ২০ নভেম্বর সুমি বিষপানে আত্মহত্যা করেন। অপরদিকে ডা. মাসুদ পারভেজ ১৫দিনের ছুটি নিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানাগেছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।