সমাজে ঐক্যবদ্ধ আওয়াজ তুললে মাদক কারবারিরা পালিয়ে যাবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ০৭:২২ পিএম
সমাজে ঐক্যবদ্ধ আওয়াজ তুললে মাদক কারবারিরা পালিয়ে যাবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

পুঁথিগত বিদ্যার পাশাপাশি অতিরিক্ত পাঠ্যক্রমে জড়িত থাকলে বাংলাদেশ বদলে যাবে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সারাদেশের মতো লক্ষ্ণীপুরের অজোপাড়া গাঁয়ে মাদক একটি বড় সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। একজন নির্বাচিত প্রতিনিধি একা মাদকমুক্ত সমাজ গড়তে পারবেন না। এ ক্ষেত্রে দরকার সামাজিক সচেতনতা ও সম্মিলিত আন্দোলন। সমাজে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে পারলে মাদক কারবারীরা পালিয়ে যেতে বাধ্য হবে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে লক্ষ্ণীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত ‘লক্ষ্ণীপুর আইডিয়াল ফাউন্ডেশন’ কর্তৃক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে এ্যানি বলেন, “সবাই রাজনীতি করবে কিন্তু সবাই নির্বাচিত প্রতিনিধি হবে-এটা বলবো না। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হবে, আবার কেউ পিএইচডি ডিগ্রি অর্জন করবে। কেউ বিসিএস দিয়ে এসপি, ডিসি, সচিব হবেন। এখন থেকেই লক্ষ্য ঠিক করে ইতিবাচকভাবে এগিয়ে যেতে হবে।”

লক্ষ্ণীপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হামেদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, পরিচালক ফারুক হোসাইন নুরনবী, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ।

আইডিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ বছর ধরে জেলায় মেধা বৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। চলতি বছর ২২ নভেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় জেলার ১৫০০ শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ জিতেছেন লক্ষ্ণীপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবির। দ্বিতীয় হয়েছেন একই বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মাহী এবং তৃতীয় হয়েছেন পিটিআই সরকারি পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থী অহেনজিতা ভৌমিক।

আপনার জেলার সংবাদ পড়তে