টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে এক যুবককে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুব হাসানের নেতৃত্বে অভিযানে আশরাফুল ইসলাম (২৭) নামে ওই যুবককে আটক করা হয়।
জানা যায়, বাজারে দুর্ঘটনাজনিত ও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন আশরাফুল। এ অপরাধে তাকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তিনি ভবিষ্যতে এ ধরনের অসুস্থ পশুর মাংস বিক্রি করবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন।
অভিযানকালে ভূঞাপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আবু তাহের, থানা পুলিশের সদস্য এবং বাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসন জানায়, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অবৈধভাবে অসুস্থ পশু জবাই ও মাংস বিক্রির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।