সাবেক এমপি সেলিম রেজা হাবিব

মহিলা জনগোষ্ঠীকে পিছে ফেলে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ০৭:২৮ পিএম
মহিলা জনগোষ্ঠীকে পিছে ফেলে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়

পাবনা-২আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেছেন দেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলা আর অর্ধেক জনগোষ্ঠী পুরুষ। বর্তমানে পুরুষের পাশাপাশি মহিলারাও লেখা-পড়া শিখে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে ব্যক্তি জীবনের পাশাপাশি সমাজ উন্নয়নে নানাভাবে ভূমিকা রাখছেন। সুতরাং রাজনীতির পাশাপাশি যেকোন কর্মকাণ্ডে মহিলাদেরকে মূল্যায়ণ করতে হবে। অন্যথায় সমাজের এই অর্ধেক মহিলা জনগোষ্ঠীকে পিছে ফেলে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। শনিবার দুপুরে পাবনার সুজানগরের ভায়না ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক বিশাল কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে উক্ত ইউনিয়নের গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও ঢাকা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডঃ মোঃ আতাউর রহমান মোল্লা, বিএনপি নেতা আব্দুল করিম, জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী হোসনেয়ারা পারভীন, আফরোজা আক্তার আখি ও রিয়া খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা কামরুজ্জামান সান্টু।

আপনার জেলার সংবাদ পড়তে