খালেদা জিয়া কেমন আছেন এখন?—জানালেন ডা. জাহিদ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ১১:৩৬ পিএম
খালেদা জিয়া কেমন আছেন এখন?—জানালেন ডা. জাহিদ

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, গত তিন দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই পর্যায়ে আছে। তাঁর শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সুপারিশের ওপর নির্ভর করবে বিদেশে নেয়ার সিদ্ধান্ত।

তিনি এভারকেয়ার হাসপাতালের সামনে শনিবার রাতে সাংবাদিকদের এ কথা জানান।

জাহিদ হোসেন বলেন, “দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও আমেরিকাসহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং অব্যাহত থাকবে। ডা. জোবায়দা রহমান দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয় করছেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তিনি (খালেদা জিয়া) তা গ্রহণ করতে পারছেন।”

তিনি আরও বলেন, “দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হচ্ছে। সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করবেন। সবার দোয়ায় তিনি সুস্থ হবেন ইনশাআল্লাহ।”

এসময় হাসপাতালের সামনে এসে অযথা ভিড় না করার অনুরোধও জানিয়েছেন বিএনপির এ নেতা।

আপনার জেলার সংবাদ পড়তে