আজমিনা সিদ্দিককে অবৈধভাবে সরকারি জমি দেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ আজ রোববার হওয়ার কথা রয়েছে।
সাক্ষ্যগ্রহণটি অনুষ্ঠিত হবে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে। পরে তাকে জেরা করবেন মামলার একমাত্র গ্রেফতার আসামি খুরশিদ আলমের আইনজীবী।
উল্লেখ্য, পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ১০ কাঠা সরকারি জমি নেয়ার অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামির তালিকায় শেখ হাসিনা ও আজমিনা সিদ্দিকসহ রয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। একই অভিযোগের অন্য তিনটি মামলায় গত ২৭ নভেম্বর শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১৮ মাসের কারাদণ্ড দেয়া হয়।