বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাঁদলেন নেতাকর্মীরা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ১২:২২ পিএম
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাঁদলেন নেতাকর্মীরা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর মাঠে অনুষ্ঠিত দোয়া-মোনাজাতে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা, পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া-মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়ার স্মৃতি চারণ করতে গিয়ে তার দ্রুত সুস্থ্যতা কামনায় সবার কাছে দোয়া চাইতে গিয়ে কাঁদলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া-মোনাজাতের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের ছেলে রুবাইয়াত সোবহান, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, সাবেক সহসভাপতি আনোয়ার সাদাত তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, বিএনপি নেতা নজরুল ইসলামসহ অন্যান্যরা। বরিশাল-১ আসনে ঘোষিত বিএনপির সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে ওই জনসমাবেশে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া-মোনাজাতের আয়োজন করায় ফের সর্বস্তরের মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।  

অপরদিকে বরিশাল দক্ষিণ জেলা তাঁতীদলের আয়োজনে ২৯ নভেম্বর বিকেলে নগরী সদর রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা তাঁতীদলের সভাপতি এসএম মাইনুল হাসানের সভাপতিত্বে দোয়া-মোনাজাতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। বিশেষ ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, সদর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিনসহ অন্যান্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে