সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় নড়াইলে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের শ্রী শ্রী নিশিনাথতলা মন্দির কমিটির উদ্যোগে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সদরের তুলারামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।
তুলারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-জেলা কৃষকদলের সাবেক আহবায়ক নবির হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী, জেলা বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক রাশেদুজ্জামান মিলন, তুলারামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জর্জ বলেন, আলেম, ওলামা, হিন্দু ধর্মীয় লোকজন, দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় আমরা প্রতিদিনই দোয়া মাহফিলের আয়োজন করছি। আল্লাহপাক বিএনপির চেয়ারপারসনকে দ্রুত সুস্থতা দান করুন, এটাই আমাদের প্রত্যাশা।