বরিশালের হিজলায় আমন ধানে বাম্পার ফলন

মোঃ নুরনবী; হিজলা, বরিশাল | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ১২:২৬ পিএম
বরিশালের হিজলায় আমন ধানে বাম্পার ফলন
সোনালি ধানের হাসিতে মুখর হিজলার মাঠ-ঘাট বরিশালের হিজলায় এবার আমন ধানে বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিস্তীর্র্ণ ফসলের মাঠজুড়ে এখন শুধুই সোনালি ধানের সমারোহ। দূর থেকে তাকালেই দেখা যায়, পাকা ধান বাতাসে দুলছে, যেন সোনার ঢেউ। কৃষকের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি একদিকে ফসল ঘরে তোলার ব্যস্ততা, অন্যদিকে ভালো উৎপাদনের সন্তুষ্টি। আবহাওয়া অনুকূল, রোগবালাই নেই এ মৌসুমে আবহাওয়া ছিল একেবারে অনুকূলে। প্রয়োজনীয় সময়ে বৃষ্টি এবং রোদ মিলেমিশে ধানের বৃদ্ধি ও পরিপুষ্টি নিশ্চিত করেছে। কৃষকদের দাবি, এবার ধানের ক্ষেতে তেমন কোনো রোগবালাই দেখা যায়নি। ফলে উৎপাদন হয়েছে অন্য বছরের তুলনায় বেশি। স্থানীয় কৃষকরা জানান, গত কয়েক বছর ধরে কখনো অতিবৃষ্টি, কখনো খরা বা পোকামাকড়ের আক্রমণে আমন ধান বাধাগ্রস্থ হয়েছে। কিন্তু এবার এসব ঝামেলা তেমন ছিল না। এজন্য সবার মুখেই স্বস্তির সুর। বিভিন্ন জাতের ধান কাটা শুরু দুধ কলম, কালোজিরা, রাজারসাইল, কালামাদারী, চাউলামাগীসহ বেশ কয়েক জাতের আগাম ইরি ও আমন ধান এখন কাটা-মাড়াই চলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা ব্যস্ত সময় পার করছেন মাঠে। নারী-পুরুষ মিলে দা হাতে ধান কাটছেন, বুকভরা আনন্দে ঘরে তুলছেন সোনালি শস্য। কৃষক কেশব দাস বলেন, “এবার ধানের ফলনে আমি খুব খুশি। বৃষ্টি-রোদ সবকিছুই ছিল যথাযথ। রোগবালাইও হয়নি। আশা করছি গত বছরের তুলনায় বেশি লাভ হবে।” কৃষি বিভাগের পাহারাদার ভূমিকা হিজলা উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি জানান, মৌসুমের শুরু থেকেই কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া হয়েছে। সঠিক বীজ নির্বাচন, সুষম সার প্রয়োগ, কীটনাশকের সঠিক ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, “চাষিদের পাশে থেকে বীজ, সার ও কৃষিবিষয়ক নানা পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি প্রণোদনার মাধ্যমেও অনেক কৃষক সহায়তা পেয়েছেন। ফলে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা এবং উৎপাদন দুটিই অর্জিত হয়েছে।” লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, হিজলায় এ বছর আমন ধানের লক্ষ্যমাত্রার তুলনায় উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্য হারে। কৃষি বিভাগের ধারণা, আবহাওয়া অনুকূল থাকলে আগামী বছরও এই ধারা অব্যাহত থাকবে। ফসল ঘরে তোলায় খুশির হাওয়া মাঠজুড়ে এখন কেবল ব্যস্ততা ধান কাটা, মাড়াই, শুকানো, গোলায় তোলা। প্রতিটি গ্রামে উৎসবের আমেজ। ধান কাটার গানও শোনা যাচ্ছে কোথাও কোথাও। কৃষকের ঘরে ঘরে ফিরছে সমৃদ্ধির বার্তা। এ যেন কৃষকের মুখে ফিরে আসা আনন্দের দিন। সোনালি ধানে সোনার বাংলা গড়ার এক অনন্য দৃশ্য এখন হিজলার মাঠে মাঠে।