খুলনায় আদালতে হাজিরা শেষে বের হওয়ার মুহূর্তে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুজন নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসার বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজন ও হাসিব নামের দুই ব্যক্তি একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। হাজিরা শেষে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
হামলার পরপরই পুলিশ ও আশপাশের লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় নিশ্চিত হলেও আরেকজনের পরিচয় জানা যায়নি।
ঘটনার পর পুরো আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনজীবী ও সাধারণ মানুষ প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, আদালত চত্বরে এ ধরনের ঘটনা নিরাপত্তাব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তোলে।