খানসামা উপজেলা শিল্পকলা একাডেমির কার্যালয় উদ্বোধন

এফএনএস (সিকান্দার আলী কাবুল; খানসামা, দিনাজপুর) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম
খানসামা উপজেলা শিল্পকলা একাডেমির কার্যালয় উদ্বোধন

খানসামা উপজেলা শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন হয়েছে। আজ ৩০ নভেম্বর ২০২৫ রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কেন্দ্রের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. কামরুজ্জামান সরকার।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন ও শির্ক্ষার্থীরা। জানা  যায়, প্রতিষ্ঠার পর থেকে উপজেলা শিল্পকলা একাডেমির নিজস্ব কোনো ভবন ছিল না। এ কারণে উপজেলা পরিষদের পরিত্যক্ত একটি ভবন সংস্কার করে সংস্কৃতি চর্চার জন্য অস্থায়ী ভিত্তিতে শিল্পকলা একাডেমির এই ভবন চালু করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে