খানসামা উপজেলা শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন হয়েছে। আজ ৩০ নভেম্বর ২০২৫ রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কেন্দ্রের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. কামরুজ্জামান সরকার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন ও শির্ক্ষার্থীরা। জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে উপজেলা শিল্পকলা একাডেমির নিজস্ব কোনো ভবন ছিল না। এ কারণে উপজেলা পরিষদের পরিত্যক্ত একটি ভবন সংস্কার করে সংস্কৃতি চর্চার জন্য অস্থায়ী ভিত্তিতে শিল্পকলা একাডেমির এই ভবন চালু করা হয়েছে।