সৈয়দপুরে নার্স ও মিডওয়াইফদের প্রতিকী শার্ট ডাউন পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৩০ নভেম্বর, ২০২৫, ০২:১২ পিএম | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০২:১২ পিএম
সৈয়দপুরে নার্স ও মিডওয়াইফদের প্রতিকী শার্ট ডাউন পালিত

নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে প্রতিকী শার্ট ডাউন পালিত হয়েছে। সারা দেশের ন্যায় সৈয়দপুরেও ৩০ নভেম্বর নার্স ও মিডওয়াইফদের ৮ দফা বাস্তবায়নের দাবীতে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এটি পালন করে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও।বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)।এ সময় হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটে।

সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালের ৯৯ জন স্থায়ি নার্স এ কর্মসূচিতে অংশ নেয়। হাসপাতালের তত্বাবধায়ক মোঃ আরশেদ হোসেন এর অফিস কক্ষের সামনে ব্যানার হাতে দাঁড়িয়ে নার্সরা তাদের দাবি বাস্তবায়নে অবস্থান করেন।

এ সময় নার্স সোমাইয়া বেগম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সৈয়দপুর সরকারি হাসপাতালে এ প্রতিকী শার্ট ডাউন পালন করি। দাবি বাস্তবায়নে আমাদের কর্মসূচি শুরু হয়েছে ২২ নভেম্বর থেকে। দ্রুত সময়ে দাবি মেনে নেওয়া না হলে আগামি ৩ ডিসেম্বর অনুরুপ কর্মসূচি পালন করা হবে। এতে আরো নতুন কিছু কঠোর কর্মসূচি যোগ হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে