কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মোঃ আনিসুজ্জামান

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০২:১৩ পিএম
কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মোঃ আনিসুজ্জামান

কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ আনিসুজ্জামান, পিপিএম। যোগদানের পূর্বে তিনি ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর সহকর্মীদের সাথে পরিচিতি পর্বে তিনি জনবান্ধব, নিরাপদ ও সেবা-ভিত্তিক কুমিল্লা গড়ে তুলতে সকলকে আন্তরিকতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং পূর্ণ পেশাদারীত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “পুলিশের প্রতিটি সদস্য জনগণের আস্থা অর্জনের জন্য সর্বোচ্চ সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবে-এটাই আমাদের লক্ষ্য।”

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক। এছাড়াও জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন পুলিশ সুপারের নেতৃত্বে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে-এমন প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে