আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর তানোর পৌর এলাকার ৫টি স্থানে পৃথক পৃথক ভাবে নির্বাচনী কেন্দ্র (সেন্টার) কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।
তানোর পৌর সভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে, চাপড়া উচ্চ বিদ্যালয় মাঠে, তানোর পৌর সভা উচ্চ বিদ্যালয় মাঠে, কাশেম বাজার মোড়ে ও কালীগঞ্জ হাট চত্বরে এসব সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে ওয়ার্ড পর্যায়ের বিএনপির সভাপতিদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদকদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান।
তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য তানোর উপজেলা বিএনপি র সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক খান, চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, তানোর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সদস্য সচিব আব্দুস সবুর।
ড্যাব কেন্দ্রীয় কমিটির জেনারেল সদস্য ডাক্তার মিজানুর রহমান, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, তানোর পৌর সভার ৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আবু সাইদ বাবু, ৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আব্দুল মান্নান, তানোর উপজেলা ছাত্রদল ও তানোর উপজেলা কৃষকদল সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা।
রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, তানোর উপজেলা যুবদল নিসিয়র যুগ্ন আহবায়ক এমদাদুল হক, তানোর উপজেলা যুবদল নেতা রাজা, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন ও মামুনসহ তানোর উপজেলা ও তানোর পৌর বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ভোটাররা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ধানের শীষ প্রতিকের প্রার্থী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন তানোর পৌর সভার সাবেক মেয়র ও তানোর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম এমরান আলী মোল্লার গুবির পাড়াস্থ বাস ভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে তার ছেলেসহ বিপুল সংখ্যক নেতা কর্মীদের সাথে কবর জেয়ারত করেন।