স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্ম বিরতি

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০২:২১ পিএম
স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্ম বিরতি

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাট ও হাকিমপুরে তিন ঘন্টা কর্ম বিরতি পালন করেছে স্বাস্থ্য কমপ্লেক্সটির টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এসময় ঔষধ সরবরাহ বন্ধ ও স্বাস্থ্য পরীক্ষা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে রোগী ও স্বজনরা।

রবিবার সকাল ৯টায় ঘোড়াঘাট ও হাকিমপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানার হাতে দাঁড়িয়ে তারা ৩ ঘন্টা কর্ম বিরতি পালন করে।

তারা বলেন, দাবি আদায় না হলে আগামী ৩ই ডিসেম্বর অর্ধ দিবস কর্ম বিরতি এবং ৪ই ডিসেম্বর থেকে কমপ্লিট শাট-ডাউন কর্মসূচি পালন করা হবে

আপনার জেলার সংবাদ পড়তে