ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উপজেলার তত্বিপুর বাজারে এ আয়োজন করে মালিয়াট ইউনিয়ন বিএনপি।
কোরআন খতম ও দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। সে সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সহকারী অধ্যাপক আব্দুল মজিদ,কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকনসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।অতিথি’র বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোসহীনতার অনন্য উদাহরন। তিনি দেশ ও দেশের মানুষকে সব সময় পরম মমতায় ভালবেসেছেন। ক্রান্তিকালেও দেশের মানুষকে ছেড়ে তিনি কোথাও যাননি। সে সময় হামিদুল ইসলাম হামিদ খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।