টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দী সড়কের টেপিবাড়ী মলাদহ এলাকায় মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক কাবিল হোসেন (৪৩) নিহত হয়েছেন। রোববার (৩০) নভেম্বর দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাবিল হোসেন কালিহাতি উপজেলার মহেলা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, কাবিল হোসেন মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনায় জড়িত মিনি ট্রাকটিকে আটক করেছে।