লালপুরে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের গ্রেড উন্নতির দাবিতে ২ঘন্টা কর্মবিরতি

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৩:৩৩ পিএম
লালপুরে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের গ্রেড উন্নতির দাবিতে ২ঘন্টা কর্মবিরতি

নাটোরের লালপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সকল সরকারি স্বাস্থ্য ও প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নতির দাবিতে ২ঘন্টা কর্মবিরতি পালন। রোগীরা ভোগান্তির শিকার হয়। 

রোববার (৩০ নভেম্বর) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতির অংশ হিসেবে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা নিজ নিজ দপ্তরে তালা ঝুলিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় তারা জানান, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দেশের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের গ্রেড উন্নয়ন দাবি এখনো বাস্তবায়ন হয়নি।ফলে একই পেশায় অন্যান্য ক্যাডারের তুলনায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দাবি দ্রুত  বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

অবস্থান কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন। কর্ম বিরতির কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হন। 

আপনার জেলার সংবাদ পড়তে