সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সুনামগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে খতমে কোরআন, দোয়া-মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত এ আয়োজনটি করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নুরুল ইসলাম নুরুল।
দোয়া-মিলাদ মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জেলা সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন। মোনাজাতে অংশ নেন সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নুরুল ইসলাম নুরুলসহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, এডভোকেট শেরেনূর আলী, আবুল কালাম, নজরুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মোনাজাত শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।