নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আওতায় কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উপশাখা। ওই শাখার এক নেতাকে মারধর করে রংপুর বাস মালিক সমিতির কয়েকজন লোক। তারই বিচার চেয়ে নীলফামারী জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিলেন জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন,কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উপশাখার শ্রমিক নেতা সফিকুল ইসলামের সঙ্গে লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রংপুর বাস মালিক সমিতির কয়েকজন তাকে মারধর করে। এটির প্রতিবাদে নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন ওই সিদ্ধান্ত নেয়। তাদের দাবি ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিচার না হওয়া পর্যন্ত রংপুর সমিতির বাস নীলফামারী রুটে চলাচল করতে দেয়া হবে না।
বর্তমানে রংপুর থেকে সৈয়দপুর,নীলফামারী ও জলঢাকা রুটে সব বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী এবং অন্যান্য জেলা সমিতির বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিক নেতা গনি ইসরাঈল বলেন,শ্রমিক নির্যাতনের বিচার না হলে কাজ করা কঠিন হয়ে যাবে। সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী ও সভাপতি জাহাঙ্গীর আলমও জানান,বিচার না হওয়া পর্যন্ত নীলফামারী জেলার সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে।