বরিশালে মুসলিম ইনস্টিটিউটের সম্পত্তি রক্ষায় ওলামা জোট গঠন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৩:৪৬ পিএম
বরিশালে মুসলিম ইনস্টিটিউটের সম্পত্তি রক্ষায় ওলামা জোট গঠন

বরিশাল সদর রোডের নিজস্ব জমিতে মুসলিম ইনস্টিটিউটের ইসলামিক রিচার্স সেন্টার ও মসজিদ নির্মান কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়ে সর্বস্তরের আলেম-ওলামাদের সমন্বয়ে জোট গঠন করা হয়েছে। 

শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে সদররোডস্থ অস্থায়ী কার্যালয়ে জোট গঠনের সভায় প্রায় শতাধিক প্রখ্যাত আলেম, ইমাম ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জামেয়া মাহমুদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ওবায়দুর রহমান মাহবুবের সভাপতিত্বে ও পলিটেকনিক জামে মসজিদের খতিব আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমীনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এই জমিটি মুসলিম ইনস্টিটিউটের। জমিদাতা এখানে মুসলমানদের সন্তানদের জন্য ইসলামিক রিচার্স সেন্টার করার উদ্দেশ্যে দান করেছিলেন। তাই এখানে মসজিদ কমপ্লেক্স, স্বাস্থ্যসেবা, কারিগরি প্রশিক্ষণ প্রকল্প, তালিমুল কুরআন, নিরক্ষরতা দুরীকরণ, ইসলামীক পাঠাগার, দারিদ্র বিমোচন কর্মসূচী, ছিন্নমূল শিশু শিক্ষাক্রম, সমাজ কল্যাণ বিভাগ, আইসিটি পরিসংখ্যান, বস্ত্র বিরতরণসহ নানা কল্যাণমুখী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যারা এসব কর্মসূচী বাস্তবায়নের বাঁধা দিচ্ছে তারা আইনগতভাবে অবৈধ। আমরা সকল বাধা উপেক্ষা করে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব (অব.) ও সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইব্রাহীম, মো. নুরুল আলম, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (অব.) একেএম ফজলুর রহমান, বিএম কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আবদুর রব, জামে কসাই মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী আ. মান্নান, হোসাইনিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফতি আব্দুল কাদের কাসেমী, হজ্ব এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা শাহাদাত হোসেন, জাতীয় ইমাম সমিতির মহানগর সভাপতি ডা. হাফেজ আব্দুল্লাহ আল মামুন, কাজীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হক, পাওয়ার হাউস জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল গফ্ফার, পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাওলানা মেসবাহুর রহমান, আমির কুটির জামে মসজিদের খতিব মাওলানা শফিকুর রহমান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে